আট বছরের শিশু মেহজাবীন!

| শুক্রবার , ৩০ ডিসেম্বর, ২০২২ at ৪:৪৩ পূর্বাহ্ণ

ভিকি জাহেদের পরিচালনায় মেহজাবীন চৌধুরী যতবার পর্দায় হাজির হয়েছেন, ততবারই দর্শক চমকিত হয়েছে, মুগ্ধতা খুঁজে পেয়েছে। কখনও ভূত হয়ে ভয় দেখিয়েছেন, কখনও টানটান রহস্যে হৃদস্পন্দন বাড়িয়েছেন মেহু। সেই ধারা অব্যাহত রেখে এবার তারা এক হলেন সত্য ঘটনায়। টেলিফিল্মটির নাম ‘কাজলের দিনরাত্রি’। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি দুপুর ৩টায় এটি প্রচার হবে দীপ্ত টিভিতে। এজন্য গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে টেলিফিল্মটির ট্রেলার। এতে মেহজাবীনকে দেখা গেছে শিশুসুলভ কাজল নামের এক চরিত্রে। যার বয়স ২৪ বছর হয়ে গেলেও এখনও মনের দিক থেকে আট বছরের শিশু! কাজলের এমন পরিস্থিতি এবং তার পরিবারকে ঘিরেই আবর্তিত হয়েছে টেলিফিল্মটির গল্প। এতে মেহজাবীনের সঙ্গে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সামিয়া অথৈ। ‘কাজলের দিনরাত্রি’ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ভিকি জাহেদ।

তার দেওয়া তথ্য অনুসারে, প্রজেক্টের শুটিং হয়েছে গেলো আগস্টের দিকে। এটি দীপ্ত টিভি ছাড়াও তাদের ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে। ভিকি বলেন, একটা সত্য ঘটনা অবলম্বনে গল্পটা সাজানো হয়েছে। মেহজাবীন তার চরিত্রের জন্য শতভাগ চেষ্টা দেন। যেমন এই কাজল চরিত্রটি করার জন্য আমার সঙ্গে কয়েক দফায় বসেছেন, আলোচনা করেছেন, চিত্রনাট্য নিয়ে চর্চা করেছেন।

যেহেতু এটা একটা জটিল চরিত্র। পোশাক, সংলাপ খুঁটিনাটি সব বিষয় নিয়ে আমার সঙ্গে অনেকবার আলাপ করেছেন। যদিও এটা টেলিফিল্ম, তিনি ওয়েব বা বড় প্রজেক্টের মতো গুরুত্ব দিয়েছেন। এটা তার ভালো দিক। এ রকম আর্টিস্ট পাওয়া নির্মাতার জন্য সৌভাগ্যের ব্যাপার।

পূর্ববর্তী নিবন্ধসাইফুল্লাহ রুমীর কথায় গাইলেন জেসি মোশাররফ
পরবর্তী নিবন্ধএবার নির্বাচনে মাহি