আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বাঁশখালীতে মো. সোলেমান (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার শীলকূপ ইউনিয়নের তালিমুল কোরআন মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোলেমান তালিমুল কোরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার শিক্ষক। ওই শিশুর পিতা জানান, তার মেয়ে মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্রী। বুধবার সকালে প্রতিদিনের মতো মেয়ে মাদ্রাসা যায়। দুপুর ১২টার দিকে মাদ্রাসার ছুটি হলে ছাত্র–ছাত্রী, শিক্ষক যে যার মত চলে যায়। কিন্তু তার মেয়েকে শিক্ষক সোলেমান বিভিন্ন অজুহাতে মাদ্রাসায় বসিয়ে রাখে। এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। তিনি আরও জানান, এ ঘটনায় আজ (গতকাল বৃহস্পতিবার) দুপুরে অভিযুক্ত সোলেমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, বুধবার দুপুরে ওই মাদ্রাসার একটি কক্ষে এ ধর্ষণের ঘটনা ঘটে। মামলার পর স্থানীয়রা ওই শিক্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় অভিযুক্ত সোলেমানকে আসামি করে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।