আট প্রতিষ্ঠানকে জরিমানা

ভিনদেশি ভাষায় সাইনবোর্ড

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৬ পূর্বাহ্ণ

বাংলার পরিবর্তে ভিনদেশি ভাষায় সাইনবোর্ড লেখায় নগরের আট ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
দণ্ডিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্টেশন রোডে দি এলিয়ানা হোটেল এন্ড সুইটকে সাত হাজার টাকা, নিউ মার্কেটের নীচ তলার জেন্টেলম্যান, জেন্টেল পার্ক, আরটেঙ, ইনফিনিটি ও প্রাইড শো রুমকে চার হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ব্লু মুন ও ট্রাফিককে তিন হাজার টাকা করে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশেষ দিনেও দল পেলেন না সাকিব
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে সড়কে নিহত দুই ছাত্রীর পরিবারের পাশে সাইফুদ্দীন আল হাসানী