আট প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা

ওজনে কম ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৪ জানুয়ারি, ২০২১ at ৬:৪৬ পূর্বাহ্ণ

লেবেলবিহীন ফ্লেভার ব্যবহারসহ নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি পরিবেশনের দায়ে নগরীর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল বুধবার সকাল ১১টা থেকে চলা অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। অভিযান প্রসঙ্গে হাসানুজ্জামান জানান, অভিযানে কোতোয়ালী থানার রেয়াজউদ্দিন বাজারের মোজাহের সবজি দোকানকে রং দেওয়া মটর বিক্রির দায়ে ৫ হাজার টাকা, রফিকের সবজি দোকানকে ৫ হাজার টাকা, সফর আলী সবজি দোকানকে ৫ হাজার টাকা এবং জাহাঙ্গীরের সবজি দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিপনী বিতান মোড়ের হাজী বিরিয়ানি হাউজকে অননুমোদিত রং খাদ্যে ব্যবহার ও রান্নাঘর অপরিচ্ছন্ন রাখায় ২০ হাজার টাকা এবং হোটেল হান্নান আল ফয়েজকে অপরিচ্ছন্ন অবস্থায় খাদ্যদ্রব্য সংরক্ষণ করায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে হোটেল এবিপি রেস্টুরেন্ট এন্ড বিরানি হাউসকে ছাপা সংবাদপত্রে খাদ্যদ্রব্য সংরক্ষণ, রান্না করা খাবারের সাথে কাঁচা চিংড়িমাছ রাখা, নোংরা অপরিচ্ছন্ন স্থানে খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণ করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে ফিরিঙ্গী বাজারের মিষ্টিমেলা ফুড প্রোডাক্টসকে পণ্যের মোড়কে উল্লেখিত ওজন অপেক্ষা কম ওজনের পণ্য দেওয়ায়, ময়লাযুক্ত ডালডা ব্যবহার, খাদ্যদ্রব্য উৎপাদনে নোংরা পাত্র ব্যবহার, লেবেল বিহীন ফ্লেভার ব্যবহার এবং নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগের বিদ্রোহীদের বহিষ্কারের সুপারিশ
পরবর্তী নিবন্ধআজ শেষ হচ্ছে প্রচারণা