আট দিন পর গুলিবিদ্ধ কলেজ ছাত্রের মৃত্যু

চন্দনাইশে নির্বাচনী সহিংসতা

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:০১ পূর্বাহ্ণ

গত ১৪ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভা নির্বাচন চলাকালে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ৮ দিন পর এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ হাবিব (১৯)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার সকাল ১০টায় মৃত্যুবরণ করেন হাবিব। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার। রোববার রাতে চন্দনাইশ থানায় নিহত হাবিবের মা ছখিনা খাতুন বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন সরকার। মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে ওসি (তদন্ত) মজনু মিয়াকে। তিনি বলেন, তদন্ত কাজ প্রাথমিকভাবে শুরু করেছি। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদেরকে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, চন্দনাইশ পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব চন্দনাইশ মহাজনপাড়া এলাকার মো. আনোয়ারুল ইসলামের পুত্র মোহাম্মদ হাবিব গত ১৪ ফেব্রুয়ারি তার ভোট প্রয়োগ শেষে দুপুরের দিকে পার্শ্ববর্তী ৮নং ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে আসেন। এসময় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় হাবিব গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত হাবিব গাছবাড়িয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।

পূর্ববর্তী নিবন্ধস্বামী ঘরে মজুদ করেন ইয়াবা, স্ত্রী বেচেন
পরবর্তী নিবন্ধহোটেল-মোটেলে ঠাঁই নেই সৈকতেই রাত যাপন