আট থানায় নগর যুবদলের আহ্বায়ক কমিটি

গঠন করা হয়েছে উত্তর জেলার দুই ইউনিটেও

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৭:৪১ পূর্বাহ্ণ

 

 

 

নগর যুবদলের আওতাধীন আটটি থানা এবং উত্তর জেলার আওতাধীন দুটি ইউনিটে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতরাতে কেন্দ্রীয় যুবদল কমিটির অনুমোদন দেয়। নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন।

ঘোষিত নগর যুবদলের আওতাধীন থানাগুলোর মধ্যে হালিশহর থানায় মোশাররফ আমিনকে আহ্বায়ক এবং হাবিবুল্লাহ খান রাজুকে সদস্যসচিব করা হয়। এছাড়া চকবাজার থানায় মো. সেলিম আহ্বায়ক এবং মোহাম্মদ সরোয়ার উদ্দিন সদস্যসচিব, কোতোয়ালী থানায় মো. নূর হোসেন নুরু আহ্বায়ক এবং মো. হাসান সদস্য সচিব, সদরঘাট থানায় মো. ইসমাইল আহ্বায়ক এবং মো. রাশেদ সদস্য সচিব, বাকলিয়া থানায় ইসমাইল হোসেন লেদু আহ্বায়ক এবং মো.মুসা সদস্য সচিব, ইপিজেড থানায় হোসেন মোবারক রিয়াদ আহ্বায়ক এবং এ জেড এম সোহেল সদস্য সচিব, বন্দর থানায় মো. শফিউল আজম আহ্বায়ক এবং মো. নেজাম উদ্দিন সদস্য সচিব, পতেঙ্গা থানায় খোরশেদ আলম আহ্বায়ক এবং মুশফিকুর রহমান নয়নকে সদস্যসচিব করা হয়।

এদিকে উত্তর জেলার আওতাধীন সীতাকুণ্ড উপজেলায় মো. ফজলুল করিম চৌধুরীকে আহ্বায়ক এবং মো. খোরশেদ আলমকে সদস্যসচিব করা হয়। এছাড়া অমলেন্দু কনককে আহ্বায়ক ও জিয়া উদ্দিনকে সদস্য করে সীতাকুণ্ড পৌর কমিটি ঘোষণা করা হয়। এদিকে নগরে ডবলমুরিং ও আকবার শাহ থানা কমিটি ঘোষণার কিছুক্ষণ পর তা স্থগিত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাগরের ত্রাস কবীর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদিনে-দুপুরে স্ক্র্যাপ লোহার ডিপোতে হামলা, টাকা লুট মালিকসহ আহত ২