আটলান্টিকে নৌকাতেই ছেলের জন্ম দিলেন অভিবাসী মা

| রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৮:২০ পূর্বাহ্ণ

 

ডিঙি নৌকায় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা করছিল ৬০ জন অভিবাসনপ্রত্যাশীর একটি দল। এতে ছিলেন একজন অন্তঃসত্ত্বা নারীও। পথিমধ্যে নৌকায় প্রসব বেদনা উঠে তার, ছেলে সন্তানের জন্ম দেন তিনি। পরে স্পেনের সমুদ্ররক্ষীরা নবজাতকসহ নৌকায় থাকা অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করেন। নবজাতক ও তার মা দুজনই সুস্থ আছেন। খবর বাংলানিউজের।

গত ১৮ জানুয়ারি রাত ১১টায় ক্যানারি দ্বীপ উপকূলীয় সমুদ্র থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে একটি ডিঙি নৌকা বিপদাপন্ন খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে সমুদ্ররক্ষীরা। পরে ১৯ জানুয়ারি রাত ২টার দিকে ভাসমান নৌকাটি উদ্ধার করা হয়। উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীদের সবাই উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, অভিবাসনপ্রত্যাশীরা এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যেতে চেষ্টা করেন। ছোট ছোট ডিঙি নৌকায় এসব যাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রায় নৌকাডুবিতে হতাহতের ঘটনা ঘটে। স্পেন, ইতালি, গ্রিস এবং লিবিয়ার সমুদ্ররক্ষীরা বিভিন্ন সময় বিপজ্জনক অবস্থায় নৌকায় ভাসমান অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করে।

অভিবাসনপ্রত্যাশীর দলটি রাবারের ডিঙিতে যাত্রা শুরু করেছিল। পথিমধ্যে এক নারী সন্তান জন্ম দেন। উদ্ধারকৃতদের গ্রান তারজালা বন্দরে নেওয়া হয়েছে। এদিকে অভিবাসীদের নিয়ে কাজ করা স্পেনের বেসরকারি সংস্থা কামিনান্দো ফ্রনটেয়ার্সের কর্মকর্তা হেলেনা মালেনো ওই মাকে ‘সাহসী’ হিসেবে উল্লেখ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধকনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগ আজ শুরু
পরবর্তী নিবন্ধআরবের এই রাণীর সম্পদ ব্রিটেনের রাজপরিবারের পাঁচগুণ