আটচল্লিশে ঋত্বিক, শুভেচ্ছা প্রাক্তন স্ত্রীর

| সোমবার , ১১ জানুয়ারি, ২০২১ at ৭:১৫ পূর্বাহ্ণ

বলিউডের স্টাইলিশড নায়ক ঋত্বিক রোশনের জন্মদিন গেল গতকাল রোববার। এ বছর ৪৮ বছরে পা দিয়েছেন তিনি। জন্মদিনে সবার শুভেচ্ছায় ভাসছেন ঋত্বিক রোশন। অন্যদের সঙ্গে তাকে জন্মদিনে ভালোবাসা জানিয়েছেন তার সাবেক স্ত্রী ও ফ্যাশন ডিজাইনার সুজান খান। সুজান ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ঋত্বিককে শুভেচ্ছা জানিয়েছেন। ভিডিওটি দুই ছেলের সঙ্গে ঋত্বিকের নানা সময় তোলা ছবি দিয়ে বানানো হয়েছে। ভিডিওর ক্যাপশনে সুজান খান লেখেন, শুভ জন্মদিন ঋৃ তোমার জীবন সবসময় উষ্ণতম এবং সবচেয়ে সুন্দর হোক এটাই প্রত্যাশা করি। ২০২১ সাল তোমার জন্য অর্থবহ হোক। খবর বাংলানিউজের।
২০১৪ সালে ঋত্বিক-সুজানের বিচ্ছেদ হয়। কিন্তু দু’জনের কেউই পারস্পরিক তিক্ততা প্রকাশ করেননি। বরং বন্ধুর মতো একে অপরের পাশে থেকেছেন। তাদের দুই সন্তান রেহান ও ঋদানকে নিয়ে একসঙ্গে বেড়াতেও গিয়েছেন দু’জনে। ডিনার-মুভি ডেটে নিয়মিত যান তারা। সামাজিক মাধ্যমে পোস্টে তারা একে অপরকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেছেন একাধিকবার। ঋত্বিকের বাড়ির সব অনুষ্ঠানেও উপস্থিত থাকেন তার প্রাক্তন স্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর স্বদেশে প্রত্যাবর্তনে পূর্ণতা পেয়েছিল বাঙালির স্বপ্নসাধ
পরবর্তী নিবন্ধরাজন ও মূকাভিনয়বন্ধুরা