নিষিদ্ধ সময়ে জাটকা শিকারের অভিযোগে আটককৃত এফভি ডিজনি থেকে দুই টন জাটকা জব্দ এবং দুজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জাটকা আহরণ, বিপণন ও বাজারজাতকরণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় এই দণ্ডাদেশ দেয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উমর ফারুক গতকাল এক অভিযানে এই দণ্ড প্রদান করেন। জেলা মৎস্য অফিস, কোস্ট গার্ড ও এনএসআই বন্দর টিমের কর্মকর্তারা অভিযানে সহায়তা করেন।
জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বুধবার রাত নয়টা নাগাদ এনএসআই বন্দর টিমের সদস্যদের তথ্যের ভিত্তিতে কর্ণফুলী নদীর পুরাতন ব্রিজঘাটে জাটকা ভর্তি ‘এমভি ডিজনি’ নামে একটি ফিশিং ট্রলার আটক করা হয়। মেসার্স আমেনা ফিশিংয়ের মালিকানাধীন ট্রলারটির মাছ রাখার হ্যাজগুলো বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ মৎস্য অধিদফতর, মেরিন ফিশারিজ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে সীলগালা করে দেয়া হয়। গতকাল সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই ট্রলার থেকে দুই টন জাটকা জব্দ করা হয়। এসময় মেহেদী হাসান সবুজ (২৫) ও কামাল হোসেনকে (৪২) পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা আহরণ, বিপণন ও বাজারজাতকরণ নিষিদ্ধ। কিন্তু প্রচলিত এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাটকা শিকারের মাধ্যমে ইলিশের স্বাভাবিক বৃদ্ধির প্রক্রিয়া বাঁধাগ্রস্ত করা হয়েছে। এই অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, এখন ইলিশ শিকারে কোনো বাঁধা নেই। অথচ বড় ইলিশের পাশাপাশি জাটকা শিকার করে ইলিশ ধ্বংস করা হচ্ছে। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।