আটকে পড়া বাংলাদেশিদের পোল্যান্ড হয়ে ফেরানোর পরিকল্পনা

| শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০৮ পূর্বাহ্ণ

যুদ্ধের কারণে ইউক্রেইনে আটকেপড়া বাংলাদেশিদের পোল্যান্ড হয়ে ফেরানোর পরিকল্পনা নিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রবাসী বাংলাদেশিদের উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গত কিছু দিন ধরে যুদ্ধের দামামার পর বৃহস্পতিবার রাশিয়ার বাহিনী ইউক্রেনের উপর স্থল ও আকাশ পথে হামলা শুরু করেছে। পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনীও। এই পরিস্থিতিতে ইউক্রেনের বিভিন্ন শহরে অবস্থানরত বাংলাদেশিরা আটকে পড়েছেন। তারা উদ্ধারের আকুতিও জানাচ্ছেন। খবর বিডিনিউজের।
প্রবাসীদের কাছে যতদূর ধারণা পাওয়া গেছে, ইউক্রেনে হাজার খানেকের মতো বাংলাদেশি রয়েছে। দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই বলে পোল্যান্ড দূতাবাস থেকে যোগাযোগ রক্ষা হচ্ছে। প্রতিমন্ত্রী শাহরিয়ার ঢাকায় সাংবাদিকদের বলেন, ইউক্রেন থাকা আড়াইশ বাংলাদেশি পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছেন। ধারণা করা হচ্ছে, সেখানে বাংলাদেশিদের সংখ্যা পাঁচশ’র মতো। আমরা বলেছিলাম, ইউক্রেন থেকে যারা চলে আসতে চান, তাদের বের হয়ে আসার জন্য। এক্ষেত্রে কারও যদি কোনো সহায়তার দরকার হয়, ওয়ারশতে (পোল্যান্ডের) আমাদের যে দূতাবাস আছে, সেই সহযোগিতা করবে।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধ১৫ সাংগঠনিক তদারকি কমিটি এক মাসেও পূর্ণাঙ্গ হয়নি