নির্মাতা শাহীন সুমনের পরবর্তী সিনেমা ‘গ্যাংস্টার’। আগামী ১ জুলাই থেকে এফডিসিতে এ সিনেমার শেষ অংশের শুটিং শুরুর কথা ছিল। সকল প্রস্তুতি সম্পন্ন হলেও সরকার ঘোষিত লকডাউনের কারণে শুটিং না করার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা।
শাহীন সুমন বলেন, গ্যাংস্টার’ সিনেমার আর ১৫ দিন শুটিং করলেই পুরো সিনেমার শুটিং শেষ হয়ে যেত। আমরা এফডিসিতে শুটিং ফ্লোর থেকে শুরু করে শুটিংয়ে সকল প্রস্তুতি নিয়েছি। কিন্তু কঠোর লকডাউনের কারণে শুটিং বাতিল করতে হয়েছে।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন সাদিক, শান্ত খান, মাহিয়া মাহি ও ওপার বাংলার রুপসা। গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে শান্ত খানকে। শাপলা মিডিয়া প্রযোজিত এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত রনি।