আটকা পড়া জাহাজ মুক্ত ফের সচল সুয়েজ খাল

| বুধবার , ৩১ মার্চ, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

মিশরের সুয়েজ খাল আড়াআড়িভাবে বন্ধ করে দিয়ে আটকা পড়া বিশাল কন্টেনারবাহী জাহাজটিকে মুক্ত করার পর বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথটি ফের সচল হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত থেকে লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযোগকারী খালটিতে জাহাজ চলাচল আবার শুরু হয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। ২৩ মার্চ সকালে মিশরের স্থানীয় সময় সকালে ৪০০ মিটার দৈর্ঘ্য, ৫৯ মিটার প্রশস্ত ও দুই লাখ ২০ হাজার টন কন্টেনার বহনের ক্ষমতাসম্পন্ন জাহাজ এভার গিভেন প্রবল বাতাস ও ধুলি ঝড়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে গিয়ে সুয়েজ খালের দক্ষিণাংশের সংকীর্ণ একক লেনে আড়াআড়িভাবে আটকে যায়, এতে গুরুত্বপূর্ণ জলপথটিতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। ধূলিঝড় তখন দৃষ্টিসীমাকেও বাধাগ্রস্ত করেছিল বলে সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়। এ কারণে প্রায় এক সপ্তাহ ধরে সুয়েজ খালে জাহাজ চলাচল বন্ধ থাকায় দুই প্রান্ত বহু জাহাজ আটকা পড়ে। সোমবার সকালে উদ্ধারকারী টাগবোটগুলো এভার গিভেনকে পাড়ের চড়া থেকে নামিয়ে ফের ভাসাতে সক্ষম হলে অচলাবস্থার অবসান হয়। খবর বিডিনিউজের।
সুয়েজ খাল কর্তৃপক্ষের (এসসিএ) চেয়ারম্যান ওসামা রাবি এক সংবাদ সম্মেলনে বলেছেন, মঙ্গলবার (গতকাল) ভোরের মধ্যে খালটি দিয়ে মোট ১১৩টি জাহাজ পারাপার হয়। দুই পাশে আটকা পড়া ৪২২টি জাহাজ আগামী তিন থেকে সাড়ে তিন দিনের মধ্যে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে পারবে বলে জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম ডোজের পরই ৮০ শতাংশ কার্যকর ফাইজার ও মডার্নার ভ্যাকসিন
পরবর্তী নিবন্ধমিয়ানমারে মৃত্যু ছাড়িয়েছে ৫০০