আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের শীতবস্ত্র বিতরণ

| শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৭:০৬ পূর্বাহ্ণ

আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ গতকাল বৃহস্পতিবার অফিস চত্বরে অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সহকারী পরিচালক মো. সেলিম নাসের, হিসাব কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম, সাইট ইঞ্জিনিয়ার মো. আবিদুর রহমান সোহেল প্রমুখ। এতে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন ব্যক্তিরা যদি দুর্দশাগ্রস্ত মানুষের পাশে না দাঁড়ায়, তা হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। এ ক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে। ব্যক্তিপর্যায়ের উদ্যোগের মাধ্যমে এমন পরিস্থিতি থেকে শীতার্তদের রক্ষা করা যায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাটগাঁইয়া গানের ‘রসিক তেলকাজলা’ আবদুল গফুর হালী
পরবর্তী নিবন্ধবান্দরবানে সমপ্রীতির সমাবেশ