আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের নির্বাহী কমিটির এক সভা দামপাড়াস্থ পুলিশ লাইন্স সিএমপির সম্মেলন কক্ষে গতকাল অনুষ্ঠিত হয়। সিএমপি কমিশনার ও আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সভাপতি কৃষ্ণ পদ রায়ের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী।
সভায় ৪২ ও ৪৩ তম বার্ষিক সাধারণ সভার তারিখ, সময় ও স্থান নির্ধারণ করা হয়। ২০২১ ও ২০২২ সালের নির্বাহী কমিটির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী। অডিট রিপোর্ট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী এবং বিভিন্ন সাব কমিটির সুপারিশ অনুমোদন করা হয়।
সভাপতিকে সংস্থার ফান্ড ও এফডিএর করা নিয়ে অবহিত করা হয়। যাকাত তহবিলের যথাযথ ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। সভায় সংস্থার বহুতল ভবন নির্মাণ নিয়ে গুরুত্ব সহকারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। সিনিয়র সহ–সভাপতি ও দৈনিক আজাদীর সম্পাদক এম. এ. মালেক সবার সম্মিলিত প্রচেষ্টায় সংস্থার বহুতল ভবন নির্মাণ কাজটি এগিয়ে নেওয়ার কথা বলেন। পুলিশ কমিশনার সিএমপি ও সভাপতি চট্টগ্রামবাসীকে আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের বহুতল ভবন নির্মাণে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান। সভায় উপস্থিত ছিলেন এম এ মাসুদ, আ স ম মাহাতাব উদ্দিন, প্রকৌশলী আবদুুুল মান্নান মিয়া, মোহাম্মদ ইউসুফ সর্দার, শামসুল আলম শামীম, অধ্যাপক কাজী শাহাদাত হোসাইন, মোঃ আবদুল ওয়ারীশ, কাজী মোঃ আশেকে এলাহী, হাজী জাহানারা বেগম (লুনা), আলহাজ্ব মোহাম্মদ শাহাজাহান, মোঃ অছিউর রহমান, আফতাব রহিম চৌধুরী, মোঃ হরমুজ শাহ (বেলাল), মোহাম্মদ ওসমান গনি, মোঃ নিজাম উদ্দিন মাহমুদ হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সব্যসাচী মজুমদার, মোঃ শফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, মোঃ সেলিম নাসের, মোঃ আব্দুল কাইয়ূম ও সাইট ইঞ্জিনিয়ার মোঃ আবিদুর রহমান সোহেল। প্রেস বিজ্ঞপ্তি।











