আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামের সভাপতি ও সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে গত ১৯ ডিসেম্বর পুলিশ লাইন দামপাড়াস্থ সিএমপির সম্মেলন কক্ষে সংস্থার ৪০ও ৪১তম বার্ষিক সাধারণ সভা ২০১৯ ও ২০২০ অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী ও কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. তসলিম উদ্দিন। মুনাজাত পরিচালনা করেন কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী। প্রয়াত সদস্য ও আঞ্জুমানের পক্ষ থেকে ত্রাণ দিতে গিয়ে মৃত্যুবরণকারীদের জন্য দোয়া করা হয়। সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সহ-সভাপতি শামসুল আলম শামীম। স্বাগত বক্তব্য দেন, সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দার। বার্ষিক প্রতিবেদন ও বাজেট উপস্থাপন করেন সাধারণ-সম্পাদক নজমুল হক চৌধুরী। বার্ষিক হিসাব বিবরণী উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী। সিএমপির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কশিনার ও সহ-সভাপতি সানা শামীনুর রহমান ও উপ-পুলিশ কমিশনার (সদর) ও নির্বাহী সদস্য মো. আমির জাফর। সভায় নির্বাহী কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শামসুল আলম শামীম, অধ্যাপক কাজী শাহাদাৎ হোসাইন. প্রফেসর ডা. মাহমুদ এ চেীধুরী (আরজু), সহ-সাধারণ সম্পাদক কাজী মো. আশেকে এলাহী, নির্বাহী সদস্য মোহাম্মদ শাহজাহান, জাহানারা বেগম (লুনা), প্রকৌশলী মোহাম্মদ আসাদ উল্লাহ, আফতাব রহিম চৌধুরী (ফেরদৌস), মোহাম্মদ ওসমান গণি, নিজাম উদ্দিন মাহমুদ হোসাইন, সৈয়দ মো. ফজলুল করিম, আজীবন সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাজেদুল হক হাসান, মো. আব্দুস সালাম, জুবেদা কাদের চৌধুরী, সাইফুদ্দিন আহম্মদ সাকী, মো. রফিকুল ইসলাম, মো. মফিজুুল ইসলাম (রয়েল), এমদাদুল আজিজ চৌধুরী, মো. আবুল মনসুর সিকদার, মো. জয়নাল আবেদীন, মোহাম্মদ মহিউদ্দিন, কে এম ফজলে এলাহী টিপু, মো. খায়রুল বশর, এ কে এম সরওয়ার আলম, ইয়ার মো. বেলাল হোসাইন, মো. ইউসুফ সিকদার, মেহের আলী চৌধুরী, মো. এস কে ফারুক প্রমুখ। সিনিয়র সহ- সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক তাঁর শুভেচ্ছা বক্তব্যে ভবন নির্মাণে তহবিল সংগ্রহের ও এতিম খানায় একটি কারিগরি শিক্ষা স্থাপনের উপর গুরুত্বারোপ করেন।
সংস্থার সভাপতি সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর তাঁর সমাপনী বক্তব্যে ভবন নির্মাণে প্রাথমিক পর্যায়ে ১০ কোটি টাকার তহবিল সংগ্রহে গুরত্বারোপ করেন। হাসপাতাল নির্মাণ ও বিভিন্ন সেবামূলক কাজের কথা উল্লেখ করেন। সংস্থার হাসপাতাল ও বহুতল ২৪ তলা ভবন নির্মাণে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানান এবং সহযোগীতার আশ্বাস দেন। সভাপতি ভবন নির্মাণের অনুদান হিসেবে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। জাহানারা বেগম ১০ হাজার টাকা ভবন র্নিমাণে অনুদান প্রদান করেন। এছাড়াও শামসুল আলম শামীম ১০ লক্ষ টাকা, নিজামউদ্দিন মাহমুদ হোসন ১ লক্ষ টাকা, জয়নুল আবেদীন ১ লক্ষ টাকা, ভবন নির্মাণে অনুদান হিসেবে প্রদানের জন্য ঘোষণা দেন। প্রেস বিজ্ঞপ্তি।












