আঞ্জুমান মুফিদুল ইসলামের নির্বাহী কমিটির সভা

| শুক্রবার , ১৬ জানুয়ারি, ২০২৬ at ৭:৩৮ পূর্বাহ্ণ

আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামের নির্বাহী কমিটির সভা গতকাল বৃহস্পতিবার দামপাড়াস্থ পুলিশ লাইন্সের সিএমপির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার এবং আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামের সভাপতি হাসিব আজিজ। শুরুতে আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামের নির্বাহী সদস্য ও টেকনিক্যাল উপকমিটির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ আসাদ উল্লাহর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং মানবিক সেবামূলক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংস্থার বহুতল ভবন নির্মাণ প্রকল্প এবং চট্টগ্রামে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্যে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্‌) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপপুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), মোহাম্মদ ইউসুফ সর্দার, সহসভাপতি, অধ্যাপক কাজী শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক, নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ, মোরশেদুল আলম কাদেরী, সহসাধারণ সম্পাদক, কাজী মো. আশেকে এলাহীসহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটি ও ইউটিএস কলেজের উচ্চশিক্ষা বিষয়ে মতবিনিময়
পরবর্তী নিবন্ধবাফুফেকে ক্ষুদ্রাকৃতির বিশ্বকাপ ট্রফি দিয়ে গেলেন গিলবার্তো