আঞ্জুমান মুফিদুল ইসলামের নির্বাহী কমিটির সভা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের নির্বাহী কমিটির এক সভা গতকাল দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সভাপতি সিএমপি কমিশনার হাসিব আজিজ। সভার শুরুতে গত নির্বাহী কমিটির সভার কার্যবিবরণী পাঠ ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। এরপর সভার আলোচ্য বিষয় আঞ্জুমানের বার্ষিক সাধারণ সভা, নির্বাহী কমিটির বার্ষিক প্রতিবেদন, বার্ষিক অডিট রিপোর্ট, বাজেট অনুমোদন, অডিটর নিয়োগ ও ফি নির্ধারণ এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী ফজলে রহিম চৌধুরীর আর্থিক সহায়তায় আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামে কেন্দ্রীয় আঞ্জুমানের আদলে একটি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের প্রস্তাব সহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি মোঃ আবদুল মালেক, সিএমপির উপপুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), উপপুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভলপমেন্ট) মোঃ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধমমতা বিডি রুরাল ওয়াশ প্রকল্পের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধতৃণমূল থেকে খেলোয়াড় তৈরি করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল