আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ও তরুণ পরিষদের মেরাজুন্নবী মাহফিল

| শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ

আঞ্জুমানে আশেকানে মোস্তফা (.)ও আশেকানে মোস্তফা (.) তরুণ পরিষদ উত্তর জেলা শাখার যৌথ ব্যবস্থাপনায় গত ১৬ জানুয়ারি আমান বাজারস্থ একটি কনভেনশন হল ময়দানে পবিত্র ঈদমে’রাজুন্নী (.) মাহফিল অনুষ্ঠিত হয়। কুলগাঁও আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কাযী মুহাম্মদ মাশহুদুর রহমান ইয়াহিয়া হাশেমী। উদ্বোধক ছিলেন মাওলানা মুহাম্মদ নুরুল আমিন। মুখতার আহমদ কাদেরীর সঞ্চালনায় এতে আলোচক ছিলেন হাফেজ কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, শাহ্‌ ফাইজুল কাবির বদরী, মুহাম্মদ তাহের হাসান সুলতানি, ক্বারী মুহাম্মদ হাসান উদ্দিন কাদেরী রেজভী,হাফেজ মুহাম্মদ আবু সাঈদ সিদ্দিকী প্রমুখ। সভাপতির বক্তব্যে কাযী মুফতি মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী বলেন, প্রিয়নবী হযরত মুহাম্মদ মোস্তফা (.) আল্লাহর পক্ষ হতে উম্মতের জন্য মি’রাজ স্বরূপ পাঁচ ওয়াক্ত নামাজ উপহার লাভ করেন। আল্লাহ তাআলা তাঁর প্রিয় হাবীবকে সৃষ্টি জগতের উর্ধ্বে লামকামে নিয়ে বিশেষ সাক্ষাত দিয়ে সর্বশ্রেষ্ঠ মু’জিযা দান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউছিয়া শাহজাহান মঞ্জিলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধ‘বিশ্বজনীন শান্তি প্রতিষ্ঠায় মাইজভাণ্ডারী দর্শনের গুরুত্ব অপরিসীম’