আঞ্চলিক যোগাযোগে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি দৃষ্টান্ত পদ্মা সেতু : যুক্তরাষ্ট্র

| শনিবার , ২৫ জুন, ২০২২ at ৫:৫১ পূর্বাহ্ণ

পদ্মা সেতুর নির্মাণসাফল্যকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যোগাযোগের উন্নয়নে বাংলাদেশের নেতৃত্বের ‘উদাহরণ’ হিসেবে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র। দেশের দক্ষিণ জনপদের স্বপ্নের এই সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

গতকাল শুক্রবার দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য টেকসই অবকাঠামো নির্মাণ গুরুত্বপূর্ণ। পদ্মা সেতু বাংলাদেশের ভেতরে নতুন ও গুরুত্বপূর্ণ যোগাযোগ গড়ে তুলবে। ব্যবসা বণিজ্যের বিকাশ ঘটানোর পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়নেও পদ্মা সেতু ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। খবর বিডিনিউজের।

বিবৃতিতে বলা হয়, পদ্মা সেতু নির্মাণ দক্ষিণ এশিয়ায় যোগাযোগ বিকাশে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি দৃষ্টান্ত। ৩০ হাজার ১৯৩ কোটি টাকার এই সেতু নির্মিত হয়েছে নিজস্ব অর্থায়নে; যদিও শুরুতে বিশ্ব ব্যাংকের ঋণ দেওয়ার কথা ছিল এই সেতুতে।

পূর্ববর্তী নিবন্ধমতামত : পদ্মা সেতুর সম্ভাবনা
পরবর্তী নিবন্ধপদ্মা সেতুর পথ ধরে পর্যটনে নতুন প্রাণের প্রত্যাশা