আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন চট্টগ্রাম

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২১ ডিসেম্বর, ২০২১ at ১১:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা দল। গতকাল সোমবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত আঞ্চলিক পর্বের ফাইনালে হোম ম্যাচে চট্টগ্রাম প্রতিপক্ষ ফেনী জেলা দলের সাথে ১-১ গোলে ড্র করে। এর আগে ফেনীতে অনুষ্ঠিত এ্যাওয়ে ম্যাচে চট্টগ্রাম জেলা ১-০ গোলে ফেনী জেলাকে পরাজিত করেছিল। হোম এবং এ্যাওয়ে ম্যাচের ফলাফলে এগিয়ে থাকা চট্টগ্রাম আঞ্চলিক সেরা হওয়ার গৌরব অর্জন করে। আঞ্চলিক পর্বে শিরোপা জিততে গতকালের ম্যাচটায় চট্টগ্রামের কেবল ড্র হলেই চলত। কিন্তু খেলার আগে থেকেই জয়ের জন্য মাঠে নামে গতকাল চট্টগ্রাম দল। শুরুতেই আক্রমণে এগিয়ে থাকা চট্টগ্রাম গোল পায়নি। খেলার তৃতীয় মিনিটেই চট্টগ্রামের বোরহানউদ্দিন গোলের সুযোগ পান। তার বাম পায়ের শট ফেনীর খেলোয়াড়দের গায়ে লেগে প্রতিহত হয়। ১৮ মিনিটে ফাহিমউদ্দিন সোহেলের কর্নার থেকে আকতারউদ্দিনের হেড মাঠের বাইরে যায়। তিন মিটি বাদেই ফেনী জেলা সুযোগ পায়। কিন্তু চট্টগ্রামের ডিফেন্স তা ক্লিয়ার করে। ৪১ মিনিটের সময় ফেনী ভালো একটি সুযোগ পায়। অফসাইড ভেবে চট্টগ্রামের ডিফেন্স বল ধরেনি। এই সুযোগটা নিতে পারেননি ফেনীর গাজী। তিনি বল বাইরে মেরে সুযোগ অপচয় করেন। পর মিনিটেই ফেনী অপ্রত্যাশিত গোল পেয়ে যায়। বল ক্লিয়ার করতে গিয়ে চট্টগ্রামের ডিফেন্ডার প্রকাশ দাশ নিজেদের জালে বল বল ঢুকিয়ে দেন। কিপার উত্তম বড়ুয়াও এ সময় জায়গায় ছিলেন না। ফলে আত্মঘাতি গোলে এগিয়ে যায় ফেনী জেলা দল (১-০)। প্রথমার্ধের শেষের দিকে ফেনীর অধিনায়ক কামরুল হাসান দুর্দান্ত শট নেন চট্টগ্রামের গোলমুখে। কিপার উত্তম ঘুষি মেরে প্রতিহত করেন তা। এক গোলে পিছিয়ে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে চট্টগ্রাম কিছুটা আক্রমণাত্মক খেলার চেষ্টা করতে থাকে। শুরুতেই আক্রমনে উঠে তারা। গোলমুখে বোরহানউদ্দিনের বাড়ানো বলে এবার পা লাগাতে ব্যর্থ হন প্রথমে আমজাদ হোসেনন এবং পরে ফাহিমউদ্দিন সোহেল। বল বাইরে চলে যায়। ৫২ মিনিটে আমজাদ বক্সে বল নিজে না ধরে তা ছেড়ে দেন পেছনে কেউ আছেন ভেবে। তাতে করে সুযোগ নষ্ট হয় আরেকটা। ৬৮ মিনিটে বোরহানউদ্দিনের দেয়া বলে হেড নেন আকতারুজ্জামান। বল যায় বাইরে। অনেক সুযোগ নষ্ট করে গোল শোধে মরিয়া হয়ে উঠে চট্টগ্রাম। কিন্তু কোনভাবেই গোলের নাগাল পাচ্ছিলো না তারা। ইনজুরি টাইমে আবারো আক্রমণে উঠে চট্টগ্রাম দল। বল মাঠের বাইরে গেলে থ্রো পায় তারা। তা থেকে গোলমুখে লম্বা থ্রো করেন আকতার। এ সময় সেখানে কিছুটা জটলার সৃষ্টি হয়। বল পান আমিরুজ্জামান সাইমন। তার হেড জাল স্পর্শ করলে উল্লাসে ফেটে পড়ে চট্টগ্রাম দল আর তাদের সমর্থকরা (১-১)। ড্র করে খেলা শেষ হলেও হোম আর এ্যাওয়ে ম্যাচ মিলে শিরোপার আনন্দে মেতে উঠে চট্টগ্রাম দল। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে ১০টি দল অংশ নেবে। সে দশটি দলের একটি হলো চট্টগ্রাম।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন চূড়ান্ত পর্বের ভেন্যু এবং সময় এখনো নির্ধারণ করেনি বলে জানান সিডিএফএ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এই সময় চট্টগ্রাম দলের ম্যানেজার সালাউদ্দিন জাহেদ, কোচ তৌহিদ, কো অর্ডিনেটর কাজী জসীম এবং সিজেকেএস-সিডিএফএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রেস ক্লাব ক্রীড়ায় ব্যাডমিন্টনে দেবাশীষ ও রিটনের ডাবল ক্রাউন
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯১.৬৯ কোটি টাকা