চট্টগ্রামের সংগীত ঐতিহ্য অনেক সমৃদ্ধ। আবহমানকাল থেকে এখানে সংগীত পিপাসু অনেক মানুষের সংগীত চর্চা এই জনপদের সংগীতকে করেছে বিশ্বজনীন। আধুনিক, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, পল্লীগীতি, দেশের গান, ব্যান্ড সংগীত চর্চার পাশাপাশি আঞ্চলিক ও মাইজভাণ্ডারী গানের মত নতুন ধারার গান সৃষ্টির অনন্য স্থান এই চট্টগ্রাম। চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে মাসব্যাপী অনলাইন বাংলা বইমেলার গতকাল বৃহস্পতিবার দশম দিনে ‘সংগীতে চট্টগ্রাম’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
অধ্যাপক মৃণালিনী চক্রবর্তীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক বাসুদেব খাস্তগীর। আলোচনায় অংশ নেন শিশুসাহিত্যিক কেশব জিপসী, গীতিকার পংকজ দেব অপু, কবি জসীম উদ্দিন খান। স্বাগত বক্তব্য দেন প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, ধন্যবাদ বক্তব্য দেন অনলাইন বাংলা বইমেলা পরিষদের আহ্বায়ক শিশুসাহিত্যিক-সাংবাদিক রাশেদ রউফ।
সাঈদুল আরেফীনের সঞ্চালনায় সেমিনারে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক নেছার আহমদ, অধ্যাপক সুপ্রতীম বড়ুয়া, ছড়াকার তসলিম খাঁ, শিশুসাহিত্যিক লিটন চৌধুরী, আখতারুল ইসলাম, শিল্পী মৃত্তিকা চক্রবর্তী, প্রত্যাশা চক্রবর্তী, গল্পকার মিলন বনিক, সংগঠক এসএম আবদুল আজিজ, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, ছড়াকার সৈয়দা সেলিমা আক্তার, অনুবাদক ফারজানা রহমান শিমু, সাংবাদিক আরিফ রায়হান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।