নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুর মেজবান হলে আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী কিচেন, গৃহসজ্জা ও লাইটিং সরঞ্জাম নিয়ে মাই কিচেন হোম অ্যান্ড লাইফস্টাইল এক্সপো। প্রদর্শনী চলবে ২৭ আগস্ট পর্যন্ত। আজ সকাল ১০টায় প্রদর্শনী উদ্বোধন করবেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। ৩০টিরও বেশি প্রতিষ্ঠান অন্তত ৫০টি দেশি বিদেশি ব্রান্ডের কিচেন সলিউশন, আধুনিক গৃহসজ্জা স্থাপন, ফার্নিচার, সিরামিক, ফিটিংস, লাইটিং প্রযুক্তি ইত্যাদি ইন্টেরিয়র ডিজাইনার, আরকিটেক্ট ও সাধারণ মানুষের দোরগোড়ায় একই ছাদের নিচে প্রদর্শন করবেন। ঢাকা ও চট্টগ্রাম থেকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান লো কিচেন সলিউশন, বাসা ও অফিস ফার্নিচার, বোর্ড, দরজা, সিরামিক, বাথরুম ফিটিংস, অটো ক্লেভড ব্লক ও এঙেসরিজ, কিচেন ওয়ার, ডেকোরেটিভ ও ইন্ডাস্ট্রিয়াল লাইট, ইন্টেরিয়র ডিজাইন সেবা ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করছে। প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত। প্রেস বিজ্ঞপ্তি।