আজ ২২তম পবিত্র দরসুল কোরআন মাহফিল শুরু

| শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৭:০১ পূর্বাহ্ণ

আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) এর উদ্যোগে আজ থেকে জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ২ দিনব্যাপী ২২তম ঐতিহাসিক পবিত্র দরসুল কোরআন মাহফিল শুরু হবে। আজ প্রথম দিন বিকেল ৩টায় মহিলা মাহফিল। আগামীকাল শনিবার ২য় দিন সকাল ১০ টায় জাতীয় শিশুকিশোর সংগঠন ফুটন্ত ফুলের পরিচালনায় শিশুকিশোর সমাবেশ, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিকেল ২টায় পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার উপর মূল দরস অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিভিন্ন ইসলামিক স্কলারগণ বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এছাড়াও পীরমাশায়েখ, বিভিন্ন দরবারের সাজ্জাদানসীন, আলেমওলামা, বুদ্ধিজীবী, সাংবাদিক ও পেশাজীবীগণ উপস্থিত থাকবেন। রাত ১১ টায় দেশজাতির সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। মাহফিলকে সফল করে তোলার জন্য মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সচিব যথাক্রমে স ম হামেদ হোসাইন ও মাওলানা মোহাম্মদ ওয়াহেদ মুরাদ ধর্মানুরাগীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফার্মাশিয়া লিমিটেডের বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধধর্ম নির্বিশেষে সবার জানমালের নিরাপত্তা দেয়া ঈমানি দায়িত্ব