আজ হযরত সৈয়দ চাঁদ শাহ (রা.) এর ১৯৬ তম বার্ষিক ওরশ

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৪৭ পূর্বাহ্ণ

রাউজানের প্রখ্যাত অলিয়ে কেরাম হযরত সৈয়দ চাঁদ শাহ (রা.) এর ১৯৬তম বার্ষিক ওরশ আজ। উপজেলার কদলপুর মীরা বাগিছা এলাকার চাঁদ শাহ (রা.) এর মাজার প্রাঙ্গণে এই ওরশ মাহফিল অনুষ্ঠিত হবে। দরবারের শাহজাদা সৈয়দ মাকসুদুল আলম জানান, প্রতিবছরের মত এবছরও হাজার হাজার ভক্ত ওরশে অংশ নেবেন। ওরশের কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জেয়ারত, জিকির আছকার ও মুনাজাত।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার বিমানবন্দরে পেটে ৪ হাজার ইয়াবাসহ আটক দুই বোন
পরবর্তী নিবন্ধসারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরও ৫৯১