আজ নগরীর চকবাজার কাঁচা বাজারস্থ হযরত মৌলানা মোহাম্মদ আলী শাহ (রা.)’র বার্ষিক ওরশ মাহফিল মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধে রয়েছে বাদে আছর হতে মিলাদ মাহফিল, জিকির আসকার ও খতমে কোরআন ও তবরুক বিতরণ। ওরশ মাহফিলে ভক্তদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।