আজ শনিবার সুলতানুল আরেফীন হযরত বায়েজিদ বোস্তামীর (রা.) বার্ষিক ওরশ দরগাহ্ শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
ওরশ শরীফের কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে তাহলিল, খতমে খাজেগান, গেয়ারবী শরীফ, দেশখ্যাত আলেম ওলামা ও পীর মাশায়েখগণের মাধ্যমে হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (রা.)’র জীবনী আলোচনা, ওয়াজ মাহফিল, ফাতেহা শরীফ, আখেরী মুনাজাত ও তবরুক বিতরণ।
উক্ত ওরশ শরীফে জাতি, ধর্ম–বর্ণ নির্বিশেষে হযরতের ভক্ত ও অনুরক্তদের উপস্থিত হওয়ার জন্য কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন সেক্রেটারি সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।












