আজ সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর বার্ষিক ওরশ

| শনিবার , ৫ এপ্রিল, ২০২৫ at ১০:৪১ পূর্বাহ্ণ

গাউছুল আযম সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর (.) ৮৯তম বার্ষিক ওরশ আজ মাইজভাণ্ডার দরবারে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওয়াজ, মিলাদ কিয়াম, জিকির, জিয়ারত ও সেমা মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে সদারাত, ওয়াজ ও মোনাজাতের মাধ্যমে আশেকান ও দেশের সার্বিক কল্যাণ কামনা করবেন সৈয়দ বদরুদ্দোজা মাইজভাণ্ডারীর (.) খেলাফত ও বেলায়তপ্রাপ্ত শাহজাদা ডা. আল্লামা সৈয়দ মিশকাতুন নূর মাইজভাণ্ডারী (.)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বাসন্তী পূজা উৎসব
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিতদের সাথে বিজয়-৭১ এর ঈদ উদযাপন