আজ সিরিজ জয়ের মিশন টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২২ জানুয়ারি, ২০২১ at ৫:২৮ পূর্বাহ্ণ

দারুণ জয় দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। এখন আর একটি ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত। তাও আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তৃতীয় সিরিজ। আর সেটা হতে পারে আজই। আর যদি তা না হয় তাহলে অপেক্ষা বাড়বে লাকি ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের তৃতীয় ম্যাচ পর্যন্ত। তবে আজই বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করতে চায়।
আর প্রথম ম্যাচের জয় থেকে সে প্রেরণা পাচ্ছে টাইগাররা। ক্যারিবিয়দের বিপক্ষে টাইগারদের টানা দুই সিরিজে জয়ের প্রথমটি এসেছিল ২০১৮ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেবার জেসন হোল্ডারদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ২-১ এ জিতে দেশে ফিরেছিল মাশরাফি বিন মুর্তজার দল। একই বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফরে এসেছিল ক্যারিবিয়রা। সেবারও সিরিজের ফলাফল ওই একই (২-১)। এবার অপেক্ষা আরেকটি সিরিজ জয়ের। সেটা হলেই তাদের বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগার শিবির। আর এর মধ্য দিয়েই ৫০ ওভারের ক্রিকেটে ২৬তম সিরিজ জয়ের কীর্তি গড়বে ডমিঙ্গো শিষ্যরা। ওয়ানডেতে ৭৩টি সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে জিতেছে ২৫টিতে। হেরেছে ৪৪টি আর ড্র হয়েছে ৪টি। ২৬তম সিরিজটি নিজেদের করে নিতে টাইগারদের প্রয়োজন আর মাত্র একটি ম্যাচ। আর সেদিকেই তাকিয়ে সাকিব-তামিমরা। সিরিজের প্রথম ওয়ানডেতে সাকিব-তামিমরা বলতে গেলে এক রকম উড়িয়েই দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। আজ আবার সে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে চায় টাইগার শিবির।
করোনার কারণে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে শুরুটা দারুণ করেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে সাকিবের স্পিনের পর মোস্তাফিজ-হাসান মাহমুদের পেস আগুনে পুড়ে ক্যারিবীয় ব্যাটসম্যানরা যেমন ছারখার হয়েছে তেমনি তামিম-সাকিব-মুশফিকদের সামনেও বাধা হয়ে দাঁড়াতে দেয়নি ক্যারিবীয় বোলারদের। ৬ উইকেটের একেবারে স্বস্তিদায়ক জয় নিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশ তাই আজই সিরিজ নিশ্চিত করার আশা করতেই পারে। আজ শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১১টায়।

পূর্ববর্তী নিবন্ধআইন পেশার মান সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ হতে হবে
পরবর্তী নিবন্ধপ্রবাসীকে জিম্মি করে মুক্তিপণ দাবি, আগ্রাবাদে ৬ অপহরণকারী গ্রেপ্তার