আজ সাবেক সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের ৪র্থ মৃত্যুবার্ষিকী

| মঙ্গলবার , ৭ নভেম্বর, ২০২৩ at ১১:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৮ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দীন খান বাদলের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। মইন উদ্দীন খান বাদল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম৮ আসনে তিন বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের-(জাসদ) একাংশের কার্যকরী সভাপতি ছিলেন তিনি।

ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা বাদল একাত্তরের রণাঙ্গনে জীবনবাজি রেখে লড়েছেন দেশমাতৃকার জন্য। বাঙালিদের ওপর আক্রমণের জন্য পাকিস্তান থেকে আনা অস্ত্র চট্টগ্রাম বন্দরে সোয়াত জাহাজ থেকে খালাসের সময় প্রতিরোধের অন্যতম নেতৃত্বদাতা ছিলেন এ বীর মুক্তিযোদ্ধা। মইন উদ্দীন খান বাদল ২০১৯ সালের ৭ নভেম্বর ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধসামাজিক সংগঠন সম্মাননা নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে