আজ সাবেক এমপি প্রফেসর মাসুদা এম রশীদ চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী

| শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১:০৯ অপরাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি, ঢাবি প্রফেসর ড. মাসুদা এম রশীদ চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, প্রফেসর ড. মাসুদা এম রশীদ চৌধুরী ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট, চিত্রশিল্পী, নারী উদ্যোক্তা, রাজনীতিবিদ, সমাজসেবকসহ নানা গুণের অধিকারী। তিনি সংরক্ষিত আসনের এমপি ও সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

তিনি একমাত্র নারী ব্যবসায়ী নেত্রী যিনি সর্বোচ্চ ভোটে এফবিসিসিআই পরিচালক নির্বাচিত হন। ঢাবির সর্বোচ্চ ভোটে একাধারে ৩ বার সিনেট সদস্য, ৩ বার সিন্ডিকেট সদস্য ও একাডেমিক কাউন্সিলের সদস্য হন। তিনি সার্ক চেম্বারের ভাইস প্রেসিডেন্ট, ইউনেস্কো ক্লাব অব বাংলাদেশের প্রেসিডেন্ট, ওআইসি টাস্কফোর্সে বাংলাদেশের প্রতিনিধি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সদস্য ও প্রেসিডিয়াম সদস্য, এসএমই ফাউন্ডেশনের সহসভাপতি, বিসিক ও ইপিবি’র পরিচালক, নাসিবের সহসভাপতি, বাংলা ক্রাফ্‌টের সভাপতি, ঢাবি রোভার স্কাউট, মাইডাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। বর্ণাঢ্য জীবনে তিনি অর্জন করেন ৭৬ টি জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। ১৯৮৬ সালে ফিলিপাইনস থেকে ১৫ হাজার নারী উদ্যোক্তা সৃষ্টির কারণে সে দেশের সর্বোচ্চ পদকে ভূষিত হন। সমাজ বিজ্ঞান, নারী উদ্যোক্তা, রাজনীতি, চিত্রকলার উপরে লিখেছেন তিনি ৭৪টি বই। পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলের নেতা এ কে এম ফজলুল কবির চৌধুরীর জ্যেষ্ঠ পুত্রবধূ তিনি। তাঁর স্বামী ব্যবসায়ী ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট এ বি এম ফজলে রশীদ চৌধুরী। তিনি পুত্র ব্যারিস্টার সানজীদ রশীদ চৌধুরী এবং কন্যা সানজানার জননী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইপিজেডে কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন : প্রেস সচিব