আজ সাবেক এমপি প্রফেসর মাসুদা এম রশীদ চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী

| শুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:০২ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি, ঢাবি প্রফেসর ড. মাসুদা এম রশীদ চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম, হাটহাজারী ও কক্সবাজারে মরহুমার বাসভবনে এবং রাউজানের পারিবারিক কবরস্থান সংলগ্ন মসজিদে পবিত্র খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, প্রফেসর মাসুদা এম রশীদ চৌধুরী ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট, শিক্ষক, চিত্রশিল্পী, নারী উদ্যোক্তা, রাজনীতিবিদ, সমাজসেবকসহ বহুগুণের অধিকারী। তিনি সংরক্ষিত আসনের এমপি ও সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তিনি একমাত্র নারী ব্যবসায়ী নেত্রী যিনি সর্বোচ্চ ভোটে এফবিসিসিআই পরিচালক নির্বাচিত হন। তিনি ঢাবির সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং একাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন। তিনি সার্ক চেম্বারের ভাইস প্রেসিডেন্ট, ইউনেস্কো ক্লাবের প্রেসিডেন্ট, ওআইসি টাস্কফোর্সে বাংলাদেশের প্রতিনিধি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সদস্য ও প্রেসিডিয়াম সদস্য, এসএমই ফাউন্ডেশনের সহসভাপতি, ইপিবির পরিচালক, নাসিবের সহসভাপতি, বাংলা ক্রাফ্‌টের সভাপতি, ঢাবি রোভার স্কাউট লিডারসহ বহু সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। প্রফেসর মাসুদা অর্জন করেন ৭৬ টি জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি।

সমাজ বিজ্ঞান, নারী উদ্যোক্তা, রাজনীতি, চিত্রকলার উপরে লিখেছেন তিনি ৭৪টি বই। পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলের নেতা একেএম ফজলুল কবির চৌধুরীর জ্যেষ্ঠ পুত্রবধূ তিনি। তাঁর স্বামী বিশিষ্ট ব্যবসায়ী ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট এবিএম ফজলে রশীদ চৌধুরী। মরহুমার পুত্র ব্যারিস্টার সানজীদ রশীদ চৌধুরী এবং কন্যা সানজানা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউএনবি’র চেয়ারম্যান আমানউল্লাহ খানের জীবনাবসান
পরবর্তী নিবন্ধআজ দি সিনিয়র সিটিজেন সোসাইটির সভা