পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে আজ থেকে ১০ দিনব্যাপী গাউসুল আজম দস্তগীর (ক.) কনফারেন্স অনুষ্ঠিত হবে। হাইদগাঁও মোজাহেরুল ইসলাম সিনিয়র মাদ্রাসা সংলগ্ন বাইতুজ্জাকেরীন শাহী ময়দানে মাগরিব হতে রাত ১১টা পর্যন্ত কনফারেন্স চলবে। সাতগাছিয়া দরবারের সাজ্জাদানশীল শেখ সৈয়দ আবুল মকুছুম ফরমান উল্লাহ সুলতানপুরীর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি থাকবেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম।