বোয়ালখালী সারোয়াতলী গ্রামে ‘শ্রী শ্রী শ্যামা পূজা’ আজ সোমবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকাল ৯টা থেকে সন্তোষ কুমার চৌধুরীর বাড়িতে ‘সন্তোষ–রেণুবালা মেমোরিয়্যাল’ মেডিক্যাল ক্যাম্প, গরীব দুস্থদের বিনামূল্যে চশমা ও ওষুধপত্র বিতরণ, বস্ত্রদান সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরীর তত্ত্বাবধানে চক্ষুরোগ এবং অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক শিশু, মেডিসিন, গাইনী–অবস্, নাক–কান–গলা, প্রভৃতি বিষয়ে রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। পুরো মেডিক্যাল ক্যাম্পটি পরিচালনা করবেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।