সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল আজ অনুষ্ঠিত হবে। এতে সমিতির প্রধান উপদেষ্টা ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, প্রাক্তন লায়ন গভর্নর, রাজনীতিক, সিনিয়র সহ সভাপতি লায়ন এম. শামসুল হক, সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক কাজী শামসুর রহমান, নির্বাহী সদস্য খাইরুল বশরের মৃত্যুতে এই স্মরণসভার আয়োজন করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মোমিন রোডস্থ দৈনিক আজাদী মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।