আজ সমাজসেবা চট্টগ্রাম বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ at ৯:২২ পূর্বাহ্ণ

আজ ২৫ জানুয়ারি সমাজসেবা চট্টগ্রাম বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা নগরীর এম.এ আজিজ স্টেডিয়ামে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি থাকবেন মোঃ সাইদুর রহমান খান, মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, ঢাকা ও ড. মোঃ জিয়াউদ্দীন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম। এতে সভাপতিত্ব করবেন কাজী নাজিমুল ইসলাম, বিভাগীয় পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রাম। প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১১ জেলার ১৯টি প্রতিষ্ঠানের ৭৫৭ জন নিবাসী শিশু ৪২টি ইভেন্ট এ অংশগ্রহণ করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসোমবার কাগতিয়া দরবারে মিরাজুন্নবী (দ.) মাহফিল
পরবর্তী নিবন্ধবরুমচড়া বড়পীর সুন্নিয়া মহিলা দাখিল মাদ্রাসার পুরস্কার বিতরণী