আজ সঙ্গীত পরিষদের ২৭তম বার্ষিক চিত্রকলা প্রদর্শনী শুরু

| বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

সঙ্গীত পরিষদের ২৭তম বার্ষিক চিত্রকলা প্রদর্শনী ও চিত্রাংকন প্রতিযোগিতা আজ ও কাল পরিষদের সম্মুখস্থ মাঠে আয়োজন করা হয়েছে। আজ বিকেল ৪ টায় ২ দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করবেন অলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম’র পরিচালক মিস্টার ব্রনো লেক্রামপ। এতে প্রধান অতিথি থাকবেন প্রফেসর রীতা দত্ত। বিশেষ অতিথি থাকবেন লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া। বিকেল ৫টায় পরিষদের ছাত্রছাত্রীদের পরিবেশনায় ‘মোরে ডাকি লয়ে যাও মুক্তদ্বারে’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। আগামীকাল শুক্রবার দুপুর ২.৩০ মিনিটে এনায়েত বাজারস্থ মহিলা কলেজের মাঠে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিকেল ৪টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান ও তানজিলা খান। চিত্রাংকন প্রতিযোগিতায় বিচারক থাকবেন আজিজুল কদির ও জেসমিন আকতার। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে। বিকেল ৫টায় পরিষদের ছাত্রছাত্রীদের পরিবেশনায় ‘আনন্দেরই সাগর হতে’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুল মতিন ও সম্পাদক তাপস হোড় অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশ্যে ধূমপান করলে জরিমানা ২ হাজার টাকা
পরবর্তী নিবন্ধকমরেড মণি সিংহের স্মরণসভা