আজ সকালেই দেশে ফিরছে বাংলাদেশ দল

| শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

সবার আগে এশিয়া কাপ শেষ বাংলাদেশের। আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার কাছে ২ উইকেটের পরাজয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল। যদিও দুই ম্যাচেই জয়ের বেশ সম্ভাবনা ছিল টাইগারদের। দুটি ম্যাচেই তীরের খুব কাছে গিয়ে তরী ডুবেছে। একদম শেষ দিকে গিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়েছে সাকিবের দল। পারফরম্যান্স আর ফল যাই হোক না কেন, টিম ম্যানেজমেন্ট কিন্তু এশিয়া কাপের সুপার ফোর খেলার স্বপ্ন ও আশা নিয়েই দেশ ছেড়েছিল। তাই বাংলাদেশের রিটার্ন টিকিট সেভাবে কনফার্ম ছিল না। সেটা ওপেন ছিল। কিন্তু এখন বাদ পড়ার পর দেখা দিয়েছে আগেভাগে ফেরার প্রশ্ন। যেহেতু টিকিট কনফার্ম ছিল না, মানে ফ্লাইট শিডিউল চূড়ান্ত ছিল না, এখন একদিনের মধ্যে পুরো বহরের দুবাই থেকে ঢাকা ফেরার টিকিট পাওয়াও সহজ ব্যাপার না।
আজ শনিবার সকাল ৮ টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করবে বাংলাদেশ দল। গতকাল গভীর রাতেই দুবাই ছাড়ে টাইগাররা।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় স্নুকার টিম চ্যাম্পিয়নশীপের ফলাফল
পরবর্তী নিবন্ধতবুও নিজেদের খেলায় উন্নতি দেখছেন সাকিব