আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

সকাল ১০টায় মহাশোভাযাত্রা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:০৮ পূর্বাহ্ণ

সনাতন হিন্দু সমপ্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের আজ জন্মতিথি, শুভ জন্মাষ্টমী। সারাদেশের মতো আজ চট্টগ্রামেও হিন্দু সমপ্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবেন। রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে হিন্দু সমপ্রদায়ের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম গ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরো বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন। দ্বাপর যুগের শেষ দিকে এই মহাপুণ্য তিথিতে মথুরা নগরে অত্যাচারী রাজা কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ।

জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রামে কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন মাঙ্গলিক কর্মসূচি গ্রহণ করেছে। চট্টগ্রামে কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আজ বুধবার সকাল ১০টায় জেএমসেন হল থেকে জন্মাষ্টমীর মঙ্গল মহাশোভাযাত্রা বের করা হবে। এতে ইসকনসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন অংশগ্রহণ করবেন। বেলা ২টায় মাতৃসম্মেলন, বিকেল ৫টায় সনাতন ধর্মমহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন আজাদীকে বলেন, জন্মাষ্টমী মহাশোভাযাত্রায় প্রধান অতিথি থাকবেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। মাতৃসম্মেলনে প্রধান অতিথি থাকবেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন। সনাতন ধর্মমহাসম্মেলনে প্রধান অতিথি থাকবেন চসিক মেয়র এম. রেজাউল করিম চৌধুরী।

জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সমপ্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান।

শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ বাংলাদেশকেন্দ্রীয় কমিটির আয়োজনে পাঁচদিনব্যাপি অনুষ্ঠানমালা গতকাল থেকে জেএম সেন হলে শুরু হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলায় বস্ত্র বিতরণ, রক্তদান, অনাথ ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ, গীতাপাঠ, সন্ধ্যারতি, জন্মাষ্টমী পূজা ও ভোগ, দেশ ও জাতির কল্যাণে সমবেত প্রার্থনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় নির্বাচনের বিষয়ে জানতে চাইলেন মিরা রেজনিক
পরবর্তী নিবন্ধট্রলারে দগ্ধ আরও তিন জেলের মৃত্যু