হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামা পূজা আজ রোববার অনুষ্ঠিত হবে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামা পূজা বা কালী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। হিন্দু পুরাণ মতে, কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত। কালী পূজার দিন হিন্দু সম্প্রদায় সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করে স্বর্গীয় পিতা–মাতা ও আত্মীয়–স্বজনদের স্মরণ করেন। এটিকে বলা হয় দীপাবলী।
দুর্গাপূজার মতো কালীপূজাতেও গৃহে বা মন্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। মধ্যরাত্রে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়। পারিবারিকভাবেও অনুষ্ঠিত হয় কালী পূজা।
চট্টগ্রামে ঐতিহ্যমন্ডিত চট্টেশ্বরী কালী মন্দির, শ্রী শ্রী গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির, সদরঘাট কালী মন্দির, লাভ লেইন দয়াময়ী কালী মন্দির, চকবাজারস্থ আনন্দময়ী কালী মন্দির, গোসাইলডাঙ্গা কালী মন্দির, দেওয়ানেশ্বরী কালী মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, কাপাসগোলা কালী মন্দির, পটিয়া ধলঘাট বুড়া কালী মন্দির, আনোয়ারা উপজেলা শিলালিয়া সার্বজনীন দুর্গা মন্দিরসহ বিভিন্ন মন্ডপ ও মন্দিরে শ্যামা পূজা অনুষ্ঠিত হবে।
গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির : গোলপাহাড় পরিচালনা পরিষদের উদ্যোগে গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরে শ্যামা পূজা আজ দিনব্যাপী নানান মাঙ্গলিক অনুষ্ঠানমালার মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচির মধ্যে আছে ব্রাহ্মমুহূর্তে মায়ের আহ্বান ও বাল্যভোগ, সকাল ১০টায় চণ্ডীপাঠ, এরপর শ্যামাসঙ্গীত ও ভক্তিমূলক গান, দুপুরে মায়ের পূজা ও ভোগ নিবেদন এবং প্রসাদ আস্বাদন, বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় ধর্মসম্মেলন ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন। এতে আশীর্বাদক থাকবেন শ্রীশ্রী মহানাম বন্ধুমঠ ও মিশনের অধ্যক্ষ মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী, উদ্বোধক থাকবেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন, প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠানমালায় সকলকে উপস্থিত থাকার জন্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশু বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
এদিকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী চট্টেশ্বরী কালী মন্দির, সদরঘাট কালী মন্দির, লাভ লেইন দয়াময়ী কালী মন্দির, চকবাজারস্থ আনন্দময়ী কালী মন্দির, গোসাইলডাঙ্গা কালী মন্দির, দেওয়ানেশ্বরী কালী মন্দির, পটিয়া ধলঘাট বুড়া কালী মন্দিরে মধ্যরাত্রে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হবে।