আজ শেষ হবে প্রিমিয়ার ক্রিকেট লিগের সব উত্তেজনা

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২০ মে, ২০২৪ at ৮:৪৮ পূর্বাহ্ণ

গত শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে খেলছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। মাঠে এই দু দল খেললেও মাঠের বাইরে টেনশনে ঘামছিল শহীদ শাহজাহান সংঘের কর্মকর্তারা। কারন সেই ম্যাচে একটি দলের জয় পরাজয়ে যে তাদের বড় স্বার্থ জড়িত ছিল। দিন শেষে অবশ্য মোহামেডান স্পোর্টিং ক্লাব হেরে যায় মুক্তিযোদ্ধার কাছে। আর তাতেই যেন হাফ ছেড়ে বাঁচে শহীদ শাহজাহান সংঘের কর্মকর্তারা। কারন তাতে শাহজাহান সংঘের আর অবনমনের শংকা রইলনা। যদিও এখনো তাদের এখনো একটি ম্যাচ বাকি রয়েছে। আগ্রাবাদ নওজোয়ানের বিপক্ষে সে ম্যাচে শাহজাহান সংঘ জিতলে টিকে যাবে প্রিমিয়ারে। আর যদি এখন হারেও তাতেও কোন সমস্যা হবেনা। কারন ইতোমধ্যেই দুই ম্যাচে জিতে তাদের সংগ্রহে রয়েছে ৬ পয়েণ্ট। মুক্তিযোদ্ধার কাছে মোহামেডান হেরে যাওয়ায় এখন তারাই রয়েছে খাদের কিনারায়। যদিও এখনো তাদের ভাগ্য ঝুলছে আজকের ম্যাচের উপর। যে ম্যাচে মুখোমুখি হবে রাইজিং স্টার ক্লাব এবং সিটি কর্পোরেশন একাদশ। আজকের ম্যাচ দিয়েই মুলত প্রিমিয়ার ক্রিকেট লিগের সব উত্তেজনা শেষ হয়ে যাবে। কারন আজকের ম্যাচে যদি সিটি কর্পোরেশন একাদশ জিতে যায় তাহলে তারা টিকে যাবে প্রিমিয়ারে। তখন মোহামেডান নেমে যাবে প্রথম বিভাগ লিগে। কারন মোহামেডানের সংগ্রহ ৪ পয়েন্ট। আর আজ যদি সিটি কর্পোরেশন একাদশ জয় লাভ করে তাহলে তাদের পয়েন্ট হবে ছয়। যদি সিটি কর্পোরেশন একাদশ আজ হেরে যায় রাইজিং স্টার ক্লাবের কাছে তাহলে তারা নেমে যাবে প্রথম বিভাগে। বৃষ্টি বা অন্য কোন কারনে যদি ম্যাচটি পরিত্যক্ত হয় তাহলে মোহামেডান এবং সিটি কপোরেশন একাদশের পয়েন্ট হবে সমান ৪ করে। সে ক্ষেত্রে হেড টু হেডে এগিয়ে থাকবে মোহামেডান। কারণ দু দলের দেখায় জয়টা ছিল মোহামেডানের। তখন মোহামেডান টিকে যাবে প্রিমিয়ার। আর সিটি কর্পোরেশন একাদশ নেমে যাবে প্রথম বিভাগে। তাই প্রিমিয়ারে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের কোন বিকল্প নেই সিটি কর্পোরেশন একাদশের। লিগের শেষ রাউন্ড চলছে এখন। এরই মধ্যে এই রাউন্ডের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে। চারটি দল তাদের লিগ শেষ করেছে এবারের মত। আর বাকি আছে চারটি ম্যাচ। যার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ন ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ। কারণ আজকের ম্যাচ দিয়েই লিগের সব উত্তেজনা শেষ হয়ে যাবে। আগামী ২৩ মে এরই মধ্যে হ্যাটট্রিক শিরোপা জিতে নেওয়া আবাহনী এবং গত আসরের রানার্স আপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা নামবে প্রায় চার মাস ধরে চলে আসা প্রিমিয়ার ক্রিকেট লিগের এবারের আসরের।

পূর্ববর্তী নিবন্ধরানার্স আপ হয়েই লিগ শেষ করল ব্রাদার্স
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৮.৩৭ কোটি টাকা