আজ শুরু হচ্ছে মাঠের লাড়াই

আমেনা খাতুন স্মৃতি মহিলা ফুটসাল টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১ জুন, ২০২৪ at ৭:৪১ পূর্বাহ্ণ

আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত আমেনা খাতুন স্মৃতি মহিলা ফুটসাল ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে আজ। আগ্রাবাদ বেপারি পাড়াস্থ এনএইচটি স্পোর্টস কমপ্লেক্স মাঠে আজ দুপুরে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। চট্টগ্রামে প্রথমবারের মত আয়োজিত এই টুর্নামেন্টে ঢাকার ৪ টি দল সহ সর্বমোট ১১ টি দল অংশ গ্রহণ করছে। এই আটটি দল ২ গ্রুপে ভাগ হয়ে আগামী ১ ও ২ জুন গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল ৪ টি সরাসরি সেমিফাইনাল খেলবে। এরপর সেমিফাইনালে বিজয়ী দুই দল খেলবে ফাইনালে। আগামীকাল রাতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা। আগামীকাল রবিবার রাতে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরন করা হবে। উক্ত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন আলহাজ্ব নাসির উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর। আজ দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন স্থানীয় ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার সবুজ। এই টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন আলহাজ্ব নাসির উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর। গতকাল এনএইচটি স্পোর্টস কমপ্লেক্সে টুর্নামেন্টের ট্রফি এবং জার্সি উন্মোচন এবং টুর্নামেন্টে অংশ গ্রহনকারী দল সমূহের গ্রুপিং নির্ধারণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএইচটি হোল্ডিংস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক বিলকিস মেহনাজ, টুর্নামেন্ট কমিটির সমন্বয়কারী সাহেদা সুলতানা এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর সরওয়ার আলম চৌধুরী মনি। অনুষ্ঠানে সৈয়দ মোহাম্মদ তানসীর বলেন এই টুর্নামেন্ট ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি এই টুর্নামেন্টকে একটি মডেল হিসেবে দাঁড় করাতে চান। আগামীতে আরো বড় পরিসরে এই টুর্নামেন্টের আয়োজন করা হবে। টুর্নামেন্টে অংশ নেওয়া দল সমূহের খেলোয়াড়দের আসা যাওয়া, থাকা খাওয়া সবকিছু আয়োজক কমিটি বহন করছে। যেহেতু মেয়েদের খেলা তাই এই মেয়েদের থাকার ব্যাপারটা বেশ সতর্কতার সাথে করতে হচ্ছে। আয়োজক কমিটির পক্ষ থেকে খেলোয়াড়দের একেবারে নিরাপদ এবং উন্নত পরিবেশে রাখা হচ্ছে। টুর্নামেন্টে অংশ নিতে আসা নারী ফুটবলাররাও বেশ উচ্ছসিত এই টুর্নামেন্টে খেলতে পেরে । তারাও একটি সুন্দর টুর্নামেন্টের প্রত্যাশা করছেন।

পূর্ববর্তী নিবন্ধজেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচন বিনা বাধায় সব প্রার্থী নির্বাচিত
পরবর্তী নিবন্ধরাশিয়ার অভ্যন্তরে মার্কিন অস্ত্র ব্যবহারে বাইডেনের অনুমতির পরে খারকিভে হামলা