আজ শুরু হচ্ছে নৌ নিরাপত্তা সপ্তাহ

| বুধবার , ৭ মে, ২০২৫ at ৮:০০ পূর্বাহ্ণ

দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রাণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ, ২০২৫’ শুরু হচ্ছে আজ বুধবার। দেশব্যাপী সকল বিভাগীয়, জেলা শহর ও গুরুত্বপূর্ণ নদী বন্দরসমূহে নৌ নিরাপত্তা সপ্তাহ চলবে ১৩ মে পর্যন্ত। দুর্ঘটনামুক্ত নৌ চলাচল ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে প্রতি বছরের মত এ বছরও ‘নৌ নিরাপত্তা সপ্তাহ, ২০২৫’ পালন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক এমপি শম্ভুর স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পরবর্তী নিবন্ধনৌ নিরাপত্তা সপ্তাহ, ২০২৫ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা বাণী দিয়েছেন।