আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী তৃতীয় ক্যাটেল এক্সপো

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ মার্চ, ২০২৪ at ৮:৩৪ পূর্বাহ্ণ

নগরীর হালিশহর আবাহনী মাঠে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী তৃতীয় ক্যাটেল এক্সপো২০২৪। বিকেল ৩টায় এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র এম রেজাউল করিম চৌধুরী। আগামীকাল শুক্রবার একই সময়ে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ। এক্সপোর সহযোগিতায় থাকছে চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর।

আয়োজকরা জানান, এক্সপোতে ৫০টি খামারের দেশিবিদেশি ১৫০টি গরু অংশ নিচ্ছে। তরুণদের মাঝে ফার্মিংয়ের ব্যাপারে আগ্রহ সৃষ্টি করাটাই এক্সপোর উদ্দেশ্য। তরুণ সমাজ যদি এগ্রো খাতে এগিয়ে আসে এবং নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে, তবে দেশের প্রাণীজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি এগ্রো খাত আরো বেশি সমৃদ্ধ হবে।

পূর্ববর্তী নিবন্ধসৌদিতে সড়ক দুর্ঘটনায় লোহাগাড়ার তরুণের মৃত্যু
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে দুই ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা