সনাতন হিন্দু সমপ্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। পুরাণ মতে, আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মাঙ্গলিক কর্মসূচির মধ্য দিয়ে দেশের হিন্দু সম্প্রদায় আজ জন্মাষ্টমী পালন করবে। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।
জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি, নন্দনকানন শ্রীশ্রী তুলসীধাম, ইসকনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
হিন্দু শাস্ত্র অনুযায়ী, পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুন্দরকে দমন করে শুভশক্তিকে প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।
প্রতি বছর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী–দিনটি এ দেশের হিন্দু সমপ্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করলেও এবার দেশে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রামসহ সারাদেশে জন্মাষ্টমী উৎসবের আয়োজন সীমিত করা হয়েছে। জন্মাষ্টমীর উৎসব সংক্ষিপ্ত করে এই টাকা বন্যার্তদের সাহায্য দেয়ার উদ্যোগ নিয়েছেন বলে জানান শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। তিনি বলেন, এবার জেএমসেন হল থেকে সোমবার (আজ) শ্রীশ্রী জন্মাষ্টমী উৎসবের ঐতিহাসিক মহাশোভাযাত্রা বের হবে না। শোভাযাত্রাসহ ধর্মীয় অনুষ্ঠানের টাকা বন্যার্তদের মাঝে আমরা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। বন্যার্তদের সাহায্যে আমাদের এই উদ্যোগে বাইরের থেকেও যে কেউ চাইলেও অংশ নিতে পারবেন।
আজ জন্মাষ্টমী উৎসবের কর্মসূচি: শ্রীশ্রী জন্মাষ্টমী উৎসবের মধ্যে রয়েছে, আজ বেলা ২টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ ও বিকাল ৪টায় ধর্মসভা। ধর্মসভার উদ্বোধন করবেন পাঁচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ররিশ্বরানন্দ পুরী মহারাজ। আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন শ্রীশ্রী পুণ্ডরীকধাম অধ্যক্ষ মহারাজ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রক্ষচারী, ইসকন নন্দনকাননের অধ্যক্ষ পণ্ডিত গদাধর দাশ ব্রক্ষচারী, ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ লীলারাজ গৌররাজ ব্রক্ষচারী, বাঁশখালী ঋষিধামের শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী। প্রধান ধর্মীয় বক্তা থাকবেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।
প্রধান অতিথি থাকবেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মহান অতিথি থাকবেন উত্তর জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, মহান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসালামী চট্টগ্রাম মহানগরীর আমীর সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান। সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞের শুভ অধিবাস। রাতে ভগবান ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পূজা। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকল পর্যন্ত অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞ।