ইফতেখার শুভ পরিচালিত প্রথম ছবি ‘মুখোশ’ আজ শুক্রবার সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে। নবীন এই পরিচালকের তারকাবহুল ছবিটি রাজধানীর আধুনিক প্রেক্ষাগৃহসহ দেশের ৩৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
১৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে ‘মুখোশ’ এর ট্রেলার। যেখানে কিছুটা উন্মোচিত হলো মুখোশ এর অন্তরালের গল্প। আড়াই মিনিটের ট্রেলারে দর্শক গল্পের কিছুটা আঁচ পেলেন! যথারীতি প্রশংসা পাচ্ছে ট্রেলারটি।
বিশেষ করে উচ্চাকাঙ্ক্ষী লেখক ইব্রাহিম খালেদীর চরিত্রে মোশাররফ করিম এবং সাংবাদিক চরিত্রে পরীমনিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার বন্যা বইছে! মোশাররফ করিমের সাথে পরীমনির জটিলতা, সম্পর্ক বুঝতে ‘মুখোশ’ মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের। ‘মুখোশ’ এ মোশাররফ করিম ও পরীমনি ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, রোশান, প্রাণ রায়, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু, তারেক স্বপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।