সদ্য প্রয়াত আলোর পাতা সম্পাদক, শিশু সাহিত্যিক কবি এমরান চৌধুরীর স্মরণে চন্দনাইশের বরমা ইউনিয়নের পূর্ব কেশুয়া গ্রামস্থ হযরত হোসেন শাহ (রহ.) মাদরাসার আয়োজনে এক দোয়া মাহফিল ও স্মরণ সভা আজ সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের প্রাক্তন অধ্যাপক, চট্টগ্রাম চেম্বারের প্রাক্তন সৃচিব ও সিইও কবি ও নাট্যকার অভীক ওসমান। প্রধান আলোচক থাকবেন বরকল আবদুল হাই– আনোয়ারা বেগম স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল কবির চৌধুরী। সভাপতিত্ব করবেন পটিয়ার ভাটিখাইন মির্জা আলী– লেদু শাহ মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মাবুদ ইসলামাবাদী। প্রেস বিজ্ঞপ্তি।












