আজ শিশুদের বৃহত্তম ৩১তম চিত্র প্রদর্শনী উদ্বোধন

শিল্পী শওকত জাহানের উদ্যোগ

| শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ৯:৫৫ পূর্বাহ্ণ

শিশুদের বৃহত্তম ৩১তম চিত্র প্রদর্শনী উদ্বোধন আজ বিকাল তিনটায় চট্টগ্রাম থিয়েটার ইনিস্টিটিউটে অনুষ্ঠিত হবে। শিল্পী শওকত জাহানের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র জনাব ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন সিএমপি কোতোয়ালী জোন সহকারী কমিশনার মাহফুজুর রহমান, আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, চট্টগ্রাম বন্দর হাসপাতালের সাবেক প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোশাররফ হোসেন, চটগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম এবং শিশু সংগঠক নুরুল আজিম হিরু। অংশগ্রহণকারী ছাত্র/ছাত্রীদের অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধতুলসীধামে স্বামী নারায়ণ পুরী স্মরণে উৎসব আজ