‘শিশু–বিশ্ব’এর উদ্যোগে ৩ বরেণ্য গুণীর সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ শনিবার বিকেল ৫টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। গুণীরা হলেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম, একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক আবুল মোমেন ও নাটকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত যাত্রাশিল্পী মিলন কান্তি দে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. প্রণব কুমার চৌধুরী। সঞ্চালনায় থাকবেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু। প্রেস বিজ্ঞপ্তি।