আজ শিল্পকলায় দিনব্যাপী শৈলী লেখক সম্মিলন

| শুক্রবার , ৮ মার্চ, ২০২৪ at ৯:৫৫ পূর্বাহ্ণ

শৈলী লেখক সম্মিলন আজ শুক্রবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সকাল সোয়া ১০টায় সম্মিলন উদ্বোধন করবেন কবি আবুল মোমেন। ড. মাহবুবুল হকের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে আলোচক থাকবেন কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, গবেষক মুহাম্মদ শামসুল হক, কবি ওমর কায়সার। অতিথি থাকবেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন। দিনব্যাপী এই লেখক সম্মিলনের বিভিন্ন পর্বে সভাপতিত্ব করবেন ড. আনোয়ারা আলম, প্রফেসর রীতা দত্ত, কবি এলিজাবেথ আরিফা মুবাশশিরা, . সেলিনা আখতার, কবি খুরশীদ আনোয়ার, বিপুল বড়ুয়া, সৈয়দ খালেদুল আনোয়ার ও কেশব জিপসী এবং আলোচক থাকবেন ড. ওবায়দুল করিম, . উদিতি দাশ সোমা, সিরু বাঙালি, আমিনুর রশীদ কাদেরী, নেছার আহমদ, তরুণ কান্তি বড়ুয়া, শংকর প্রসাদ দে, বাসুদেব খাস্তগীর, রেজাউল করিম স্বপন, ববি বড়ুয়া, পিংকু দাশ, জিনাত আজম, ফরিদা ফরহাদ, কাজী রুনু বিলকিস, মৃণালিনী চক্রবর্তী, কাঞ্চনা চক্রবর্তী, ফেরদৌস আরা রীনু, সুলতানা নুরজাহান রোজী, লিপি বড়ুয়া, বিকাশ চৌধুরী বড়ুয়া, তহুরীন সবুর ডালিয়া, বিশ্বনাথ চৌধুরী বিশু, নাসের রহমান, মহি মুহাম্মদ, জাহেদ মোতালেব, মিলন বনিক, বিচিত্রা সেন, রুনা তাসমিনা, মুশফিকুর রহমান, এমরান চৌধুরী, অরুণ শীল, উৎপলকান্তি বড়ুয়া, আজিজ রাহমান, আবুল কালাম বেলাল, অমিত বড়ুয়া, শুকলাল দাশ, গোফরান উদ্দীন টিটু, জসিম উদ্দিন খান, অভীক ওসমান, ডা. প্রণব কুমার চৌধুরী, ছন্দা চক্রবর্তী, শিপন চন্দ্র দেবনাথ, মুহাম্মদ মহসীন চৌধুরী, এস এম ওমর ফারুক, নীলরতন দাশগুপ্ত প্রমুখ। অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে প্রকাশিত হবে মেহের আফরোজ হাসিনার সম্পাদনায় ‘চট্টগ্রামের নারী’। অনুষ্ঠানে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য শৈলীর পক্ষ থেকে আয়েশা হক শিমু ও আরিফ রায়হান অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসির কাজ করার সময় পা পিছলে পড়ে মৃত্যু
পরবর্তী নিবন্ধভারতের সহকারী হাইকমিশনে নারী দিবস উপলক্ষে সংবর্ধনা