জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম প্রয়াণ দিবস উপলক্ষে দেশের প্রতিশ্রুতিশীল আবৃত্তি সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘ভাদরে নজরুল’।
আবৃত্তি, নৃত্য, গান ও কথামালায় আজ ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০মিনিটে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম এর মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংগঠনের সভাপতি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহেরের সভাপতিত্বে এবং সদস্য তারানা কবির ও দিপা দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, অধ্যাপক ও সংগঠক ড. মাছুম আহমেদ, কবি ও নজরুল গবেষক বাবলা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখবেন উচ্চারক শুভানুধ্যায়ী সদস্য, সংস্কৃতিকর্মী সজল চৌধুরী।
অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করবেন শিল্পী মো. মোস্তফা কামাল, মন্দিরা চৌধুরী ও তুলতুল চৌধুরী। তবলায় সঙ্গত থাকবেন তপন চক্রবর্তী। তন্বী বড়ুয়ার নির্দেশনায় ‘জাগো নারী জাগো’ পরিবেশন করবেন নৃত্যশিল্পী মম, রেশমী আরোহী, অর্নি, কৌশিকী, ইরা, রাজনন্দিনী, অংগারিকা। একক নৃত্য পরিবেশন করবেন বিবেকানন্দ সংগীত নিকেতন এর নৃত্যশিল্পী মৃত্তিকা বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।